| |
               

মূল পাতা আন্তর্জাতিক হাসপাতালে ভর্তি দারুল উলূম দেওবন্দের প্রধান ‍মুফতী হাবিবুর রহমান খায়রাবাদী


হাসপাতালে ভর্তি দারুল উলূম দেওবন্দের প্রধান ‍মুফতী হাবিবুর রহমান খায়রাবাদী


আন্তর্জাতিক ডেস্ক     15 July, 2025     12:51 PM    


অসুস্থ হয়ে ভারতের উত্তর প্রদেশের মোজাফফরনগর হাসপাতালে ভর্তি রয়েছেন দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতী মাওলানা হাবিবুর রহমান খায়রাবাদী। 

সোমবার (১৪ জুলাই) ব্যাপক অসুস্থ হয়ে পড়েন। তাপরত তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন মাওলানা খায়রাবাদী।

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন দারুল উলুম দেওবন্দের শিক্ষক মাওলানা জাররার কাসেমী।

বিশ্ববাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার ছাত্র ও ভক্তরা।

১৯৩৩ সালের ১১ আগস্ট ভারতের আজমগড়ের খায়রাবাদ শহরে জন্মগ্রহণ করেন মুফতী হাবিবুর রহমান। সেই সূত্রে তার নাম হয় মুফতী হাবিবুর রহমান খায়রাবাদী। তিনি বিশ্ব বিখ্যাত দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দের ১৪তম প্রধান মুফতী হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৮ সালে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। 

এর আগে, ১৯৮৮ সালে তিনি দারুল উলুম দেওবন্দের শিক্ষক নিযুক্ত হন এবং অল্প সময়ে দারুল ইফতা বিভাগে পদোন্নতি পান।